হেফাজতে ইসলামের রোববারের কাউন্সিল বন্ধ করা না হলে সদ্যপ্রয়াত আমির আল্লামা শফীর দুই হাজার খলিফাকে নিয়ে নতুন আরেকটি হেফাজতে ইসলাম গঠন করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে শফীর অনুসারীরা দাবি করেছেন, হেফাজতে ইসলামের নতুন কাউন্সিল ডাকার বৈধতা নেই।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনকে (কাউন্সিল) ঘিরে তৎপর হয়ে উঠেছে সংগঠনটির আমৃত্যু আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরোধিরা। অন্যের ঘাড়ে মাথা রেখে পুরো হেফাজতকেই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বিএনপি–জামায়েতের সঙ্গে সম্পৃক্ত ওই চক্রটি। তাদের রোডম্যাপেই হেফাজতের কাউন্সিলর নির্ধারণসহ সবই হচ্ছে। কে ডেলিগেট হবে আর হবে না সেটাও নির্ধারণ করছে ওই চক্র। এমনকি প্রাথমিকভাবে চারশ জনের কাউন্সিলর সম্মেলনে দাওয়াত পেলেও হেফাজতের নেতৃত্ব নির্ধারণ করবে কিন্তু দশ জনের উপদেষ্টা কমিটিই। তাদের বাতলে দেওয়া নেতৃত্বই নির্বাচিত করবেন এ চারশ কাউন্সিলর।হেফাজতে ইসলাম ও একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
ভেঙে টুকরো হচ্ছে হেফাজত : ননীর পুতুল’ ৪’শ কাউন্সিলরের নিয়ন্ত্রণ ১০ জনের হাতে
0
Share.