ময়মনসিংহ নগরী থেকে মানুষের ১২টি খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ১২টি মাথার খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি (তদন্ত) ফারুক।
ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার
0
Share.