নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৬ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন খাবারের দোকানে কর্মচারীদের মুখে মাস্ক ও দোকানে ডিলিং লাইসেন্স না থাকার কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আলী হাসান বলেন, চাক্তাইয়ে ক্যাফে ফয়েজ হোটেল এন্ড রেস্তোরাঁ ও হোটেল পিউর এন্ড ফ্রেশ বিরানী হাউস নামক দুটি খাবারের দোকানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দুটিতেই ব্যবস্থাপক, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মচারীদের মাস্ক ছাড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির মধ্যে ক্যাফে ফয়েজে এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল পিউর এন্ড ফ্রেশ বিরানী হাউসে ডিলিং লাইসেন্স না থাকা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই এলাকার অন্যান্য সকল আউটলেট ও স্টোরে মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।