নিজস্ব প্রতিবেদক : নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি রমজানকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ৷
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে আশুগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।রমজান আগ্রাবাদ কমার্স কলেজ এলাকার মো. আক্তারের ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টলার খবরকে বলেন, আশুগঞ্জ ফেরী ঘাটে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রমজানকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার জন্যেই সে আশুগঞ্জ গিয়েছেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। এই মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার যুবলীগের দুপক্ষের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জনৈক মোস্তাফা কামাল টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মিন্টুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ তোলেন মিন্টুর পরিবার। চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার সন্ধ্যায় মিন্টু নগরের রয়েল হাসপাতালে মারা যান।