সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে মাস্কও দিলেন আদালতের নির্বাহী হাকিম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সদর ইছাখালি, ঘাটচেক রাস্তার মাথা, রোয়াজারহাট, মরিয়ম নগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়েছে। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে চলা ও মুখে মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ১৩ জনকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এম এ হোসাইন/জিই