রাঙ্গুনিয়া সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মো. আবু ইউসুফ, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুস্তাফা শামীম আল যুবায়ের ও গণিত এবং রসায়ণ বিভাগের প্রদর্শক পুলক চক্রবর্ত্তীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মো. আবু ইউসুফ। অধ্যাপক মর্তুজা মোর্শেদুল আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক নুরুল মোমেন চৌধুরী, এন কে এম শাহরিয়ার , মনোজিত কুমার ধর, হোমায়রা রওশন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. মুহাম্মদ আবদুল মাবুদ, বিশ্বজিৎ রায় চৌধুরী, মো. সালাউদ্দিন, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোরশেদ তালুকদার, রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি শহীদুল ইসলাম সোহেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সোহেল. সিনিয়র সহ-সভাপতি বাবলা তালুকদার প্রমুখ। #

 

Share.

Leave A Reply