রামগড়ে ট্রাক উল্টে চালক নিহত

0

রামগড় প্রতিনিধি।

খাগড়াছড়ির রামগড়ে ইট বোঝাই  মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের নিচে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে গাড়ীর  ড্রাইভার নিহত হয়।

আজ (১৮ নভেম্বর) বুধবার সকাল ১০টায় রামগড়  ইউনিয়নের দাঁতারাম পাড়ার ব্রীক ফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে মিনিট্রাকটি  নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে গভীর খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই ড্রাইভার নুরুল ইসলাম (৩২) নিহত হয়।

নিহত নুরুল ইসলাম রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার মজল হকের পুত্র। নুরুল ইসলাম একই এলাকার আব্দুস সাত্তার এর মিনিট্রাক নিয়ে দাঁতারাম পাড়ার ব্রিকফিল্ড হতে ইট বোঝাই করে ফিরছিলেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকত্তা (ও সি তদন্ত) মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, দুঃঘটনায় নিহত ট্রাক চালকের লাস উদ্বার করা হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share.

Leave A Reply