‘করোনার দ্বিতীয় ঢেউ এবং আমাদের করণীয়’ বিষয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের এক মতবিনিময় সভা ১৬ নভেম্বর সন্ধ্যায় বহদ্দারহাট আর বি কনভেনশন হলে করোনাকালিন সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মত প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে করোনার দ্বিতীয় ধাপ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। করোনা সংক্রমণ ও মুত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারী ও বেসরকারী হাসপাতালগুলোতে করোনা রোগীর ভীড় লক্ষ্য করার মত। এমতাবস্থায় গাউসিয়া কমিটির করোনাকালে চলমান সেবার অভিজ্ঞতা এবং করোনায় মৃতের গোসল কাফন-দাফন, শেষকৃত্য কাজে এবং মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ, মৃত ও করোনারোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবাসমূহ নিরবিচ্ছিন্নভাবে নিয়োজিত নির্ভীক স্বেচ্ছাসেবকদের সৎসাহসকে কাজে লাগিয়ে এই দুর্যোগে সব ধর্ম বর্ণের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুতি নিতে হবে। এ জন্য কর্মপদ্ধতি আরো উন্নত করতে এবং আরো বেশি স্বেচ্ছসেবক ও কর্মীদের মাঠে নামাবার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষত আক্রান্তদের জন্য জরুরি অক্সিজেন সেবার সম্প্রসারণ, অ্যাম্বুলেন্স সহায়তা এবং মৃতের গোসল কাফন দাফন টিমের স্বেচ্ছাসেবক সংখ্যা আরো বাড়ানোর তাগিদ দেওয়া হয়। নেতৃবৃন্দ এই সময়ে বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সহায়তার চলমান ধারায় আরো ব্যাপকতার পদক্ষেপ নেবার বিষয়টিও গুরুত্ব সহ আলোচিত হয়। সংগঠনের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে এবং করোনাকালের সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনে অনুষ্ঠিত এই মতবিনিময়ে অংশ নেন সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মাহবুব খাঁন, মাহবুব এলাহী সিকদার, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এরশাদ খতিবী, আলহাজ্ব আবদুল্লাহ্ , মোহাম্মদ মহিউদ্দিন সহ অন্যান্যরা।
সভায় এ পর্যন্ত যাঁরা করোনাকালের সেবায় গাউসিয়া কমিটি বাংলাদেশের পাশে ছিলেন তাঁদের শোকরিয়া আদায় করে বলা হয় খুব শীঘ্রই গাউসিয়া কমিটির এ সেবা কার্যক্রমে সহায়তাকারী শুভাকাক্সিক্ষ ও স্বেচ্ছাসেবকদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় নেতৃবৃন্দ আগের মত গাউসিয়া কমিটির কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত
0
Share.