দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত বড়ুয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।(আজ ১৮ নভেম্বর) বুধবার দুপুরে সাতকানিয়ার সদর ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে শ্রমিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
সেই সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করইয়ানগরের বড়ুয়াপাড়ার বাবু বড়ুয়ার ছেলে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাশ বলেন, সৈকত বড়ুয়া ঘটনার দিন সকাল থেকেই নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকের কাজ করছিলেন। পাশের একটি ভবন থেকে বিদ্যুতের সংযোগ টেনে ওই নির্মাণীধীন ভবনের কাজ চলছিল।
বুধবার দুপুরের দিকে সৈকত বড়ুয়া অসাবধানতাবশত পাশের ভবন থেকে লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়ায় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্বজনেরা নিহত সৈকত বড়ুয়ার লাশের ময়নাতদন্ত করাতে আগ্রহী নন। তাই পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে।