শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী শনিবার সন্ধ্যা ৭টায় এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।বুধবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ‘আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’প্রধানমন্ত্রীর ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন/সংসদ টিভি থেকে লিংক নিয়ে সরাসরি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করার জন্য সংবাদবিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Share.

Leave A Reply