সীতাকুণ্ড প্রতিনিধি। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে অভিযান চালিয়ে ৯,৭১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারীর দক্ষিন জাহানাবাদ বি.এন. সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনের থেকে উক্ত ট্রাকটি আটক করে র্যাব।
বৃহস্পতিবার সকালে র্যাব-৭ উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে এবং জব্দকৃত ট্রাকটি সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে ট্রাকযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছে।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে র্যাবের চেকপোস্টের দিকে আসা চট্টগ্রাম হতে কুমিল্লাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি (যশোর ট-১১-৫০৩৪) চেক পোস্টের সামনে থামিয়ে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃত মোঃ সজীব সরদার (২২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- কালিসুরি (সরদার বাড়ী), থানা- বাউফল, জেলা- পটুয়াখালী ও মোঃ ইব্রাহীম (৪০), পিতা- মৃত আজম্বর আলী মুন্সী, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী।
এসময় চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় রাখা ৯ হাজার ৭শত ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ৫৫ হাজার টাকা।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, র্যাব-৭ চট্টগ্রাম গ্রেফতারকৃত দুইজন আসামি ও উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।