হাসপাতালে বেবী নাজনীন

0

বিনোদন প্রতিবেদক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) কিডনিজনিত সমস্যা নিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হন।

যুক্তরাষ্ট্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেবী নাজনীন। সেখানকার বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বুধবার কিডনি সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় বেবী নাজনীনকে। পরদিন যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাদের সঙ্গে কথা হয় তার। বর্তমানে সুস্থ আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।

ক্যারিয়ারে ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’সহ অসংখ্য শ্রোতা প্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন।

Share.

Leave A Reply