রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোয়ালপুরা গ্রামের সন্ধীপপাড়া এলাকায় ইয়াছমিন আকতার (৩০) নামের এক গৃহবধুকে গায়ে পেট্টোল ঢেলে আগুনে ঝলসে দিয়েছে স্বামী মো. রাছেল (৩৫)। শুক্রবার ভোররাতে যৌতুকের দাবী মেঠাতে নাপারার জেরে এই ঘটনা ঘটায় বলে ইয়াছমিনের পরিবার জানিয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আগুনে ঝলসে যাওয়া ইয়াছমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙ্গুনিয়ায় গৃহবধু ইয়াছমিনকে পেট্টোল ঢেলে আগুনে ঝলসে দিয়েছে স্বামী রাছেল
0শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্থানীয়রা পাষন্ড স্বামী মো. রাছেল (৩৫) কে আটক করে পুলিশের হাত তুলে দিয়েছেন বলে জানান। রাছেল সন্ধীপপাড়ার মৃত মো. শফিকুল ইসলামের ছেলে। তাদের সংসারে ৫বছরের একটা ছেলে সন্তান রয়েছে। ইয়াছমিন আকতার উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের নবগ্রাম এলাকার হারুনুর রশিদের মেয়ে। প্রায় আটবছর আগে তাদের বিয়ে হয়।
Share.