মাস্ক না পরায় ২৭ জনকে অর্থদণ্ড ফয়’স লেকে

0

নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানা ও ফয়’স লেক এলাকায় মাস্ক না পরে ঘুরাঘুরি করায় ১৯টি মামলায় ২৭ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টা থেকে ঘন্টাব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।
তিনি সিভয়েসকে বলেন, ‘মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও নগরের  বিনোদন কেন্দ্রের দর্শনার্থীরা অনেকেই মাস্ক পড়ছেন না। আবার মাস্ক মুখে থাকলেও মুখ খোলা রাখছেন অনেকেই। অভিযানে ২৭ জনকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান আরো কঠোর হবে এবং অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানকালে আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।
Share.

Leave A Reply