যে পরেশ পালের আমন্ত্রণে সাকিব আল হাসান কলকাতায় গিয়েছিলেন, তার আদিবাড়ি বাংলাদেশের বরিশালে। মামার বাড়ি খুলনার বাগেরহাটে। পরেশ পালকে নিয়ে বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালী একটি প্রতিবেদন করেছেন। সেখানে পরেশের ভালো-মন্দ অনেক গুণাগুণ উঠে এসেছে। রাজনীতি হোক বা সামাজিক কাজকর্ম, চমক দেওয়াটাই পরেশের স্বভাব। এই যে সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক, সেখানেও চমকই দিতে চেয়েছিল বোধহয় পরেশ।
সাকিবকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন চমকবাজ পরেশ
0
Share.