নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সোনাই ত্রিপুরা পল্লীতে বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে আমার গ্রাম আমার শহর বলা হয়েছিল। তারই ধারাবাহিকতায় সোনাই ত্রিপুরা পল্লীতে গতকাল শনিবার এলাকায় বসবাসকারী ৫২ পরিবারের মধ্যে অপেক্ষাকৃত হত দরিদ্র চার পরিবারকে দুই লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি একটি করে বসত ঘর, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বাস্থ্য সু রক্ষা সামগ্রী বিতরন করা । সোনাই ত্রিপুরা পল্লী চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আহসানুল হক। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইদ্রিস মিয়া তালুকদার, প্যানেল চেয়ারম্যান আলী আকবর। উপজেলা প্রশাসন আয়োজিত ও ইউ পি সদস্য মো এমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনাই ত্রিপুরা পল্লীর পক্ষে জৈতুন ত্রিপুরা। এ সময় ফরহাদাবাদ ইউ পি সদস্য ও স্হানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউ এন ও বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী দেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা দেশকে বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত করতে কাজ করছে। উন্নয়নের৷ এ ধারা বাহিকতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ক্ষুদ্র এ নৃ গোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে উল্লেখ করেন। ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় এর মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।