প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খাল থেকে অবৈধভাবে বালু তোলায় মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ নভেম্বর) রাতে এই দন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার আগে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. নজরুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকালে উপজেলা সদরের ইছাখালী এলাকায় সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের দায়ে মো. আজিম ও মো. ইউনুছ নামে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাল থেকে অবৈধ বালু তোলায় জরিমানা
0
Share.