স্টাফ করেসপন্ডেন্ট | পূর্ব বিরোধের জের ধরে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরিফ নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামের গোলাম গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জব্বারুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। প্রাথমিকভাবে ধারণা করছি, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
0
Share.