রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ইউছুপ নবী (৭৪) মারা গেছেন। সোমবার (৩০ নভেম্বর) বিকেলের দিকে তিনি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ নবীর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়নের ডিঙ্গললোঙ্গা বানিয়ার খোলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুপ নবী’র দাফনের আগে মসজিদ মাঠে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা-পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

Share.

Leave A Reply