সিনিয়র করেসপন্ডেন্ট | নগরের বাকলিয়া থানাধীন নতুন চাক্তাই ড্রামপট্টি এলাকায় চটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোররাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, মো. নাসিরের মালিকানাধীন পাকা ভবনের চটের গুদামে আগুন লাগার খবর পেয়ে লামারবাজার ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৫টি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। সকাল সোয়া ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিসের হিসাবে।