নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় শ্রী শ্রী রাস মহোৎসব উপলক্ষে দুইদিন ব্যাপী ধর্মীয় মহা সম্মেলন, লীলা প্রদর্শনী ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উত্তর সাবেক রাঙ্গুনিয়া দীঘির পাড় রাস বিহারী ধাম ৩০ নভেম্বর শেষ হয়েছে। ৩৮ তম এই আয়োজনের প্রথম দিন রবিবার বিকাল থেকে ধর্মীয় সংগীতাঞ্জলি, ধর্মীয় সম্মেলন ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মীয় সম্মেলনে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি বিকাশ চন্দ্র কর। অধ্যাপক জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ। স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক টিটু সেন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কোদালা ধোপাঘাট রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি দুলাল কান্তি দে। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের সাধারণ সম্পাদক চৈতন্য দাশ বাবাজী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সনাতনী নেতা অধ্যাপক অসীম কুমার শীল, বিভূতি ভূষণ সেন, শৈবাল চক্রবর্তী, রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার সেন, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ইউপি সদস্য রমেন্দ্র লাল দে, দীপ্তি কর্মকার, উৎসব কমিটির গোপাল চন্দ্র চৌধুরী, সুজিত কুমার বিশ্বাস, সেবুব্রত রায় চৌধুরী, বাসু বিশ্বাস প্রমুখ। এরআগে মুন্নী চৌধুরী ও বিশ্বজিৎ দে’র সঞ্চালনায় ঝুলন দত্ত, রাতুল বৈদ্য এবং রাজীব সাহার পরিচালনায় ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা ও আশেপাশের এলাকার কয়েক হাজার ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন
রাঙ্গুনিয়ায় দুইদিন ব্যাপী রাস মহোৎসব অনুষ্ঠিত
0
Share.