আকবরশাহ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান

0
স্টাফ করেসপন্ডেন্ট | নগরের আকবরশাহ এলাকায় সড়কের পাশে গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেললাইন কেন্দ্রিক মাদক সেবনের স্পট ও আড্ডা দেওয়ার স্থানে অভিযান চালিয়েছে আকবরশাহ থানা পুলিশ।  মঙ্গলবার (১ ডিসেম্বর) আকবরশাহ থানাধীন কৈবল্যাধাম, সিডিএ আবাসিক, জানারখিল স্ক্র্যাপ কলোনী এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে, সড়ক দখল করে গড়ে উঠা প্রায় ১০টি দোকান উচ্ছেদ ও মাদক বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এছাড়া অহেতুক আড্ডা দেওয়া শিশু কিশোরদের আটক করে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।  

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন  বলেন, আকবরশাহ থানাধীন কৈবল্যাধাম, সিডিএ আবাসিক, জানারখিল স্ক্র্যাপ কলোনী এলাকায় অভিযান চালানো হয়েছে। সড়ক দখল করে গড়ে উঠা প্রায় ১০টি দোকান উচ্ছেদ ও মাদক বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। রেললাইন কেন্দ্রিক মাদকসেবীদের আড্ডাস্থলে অভিযান চালানো হয়েছে।

Share.

Leave A Reply