‌মেয়র প্রার্থী নির্ধারনে রাঙ্গু‌নিয়া পৌর অাওয়ামী লী‌গের সভা শুক্রবার

0
অাসন্ন রাঙ্গু‌নিয়া পৌরসভার নির্বাচ‌নে সম্ভাব্য দলীয় মেয়র প্রার্থী নির্ধার‌নে বি‌শেষ সভা অাহবান ক‌রে‌ছে রাঙ্গু‌নিয়া পৌরসভা অাওয়ামী লীগ। অাগামীকাল শুক্রবার (৪ ডি‌সেম্বর) সকাল ১০টায় রাঙ্গু‌নিয়া উপ‌জেলা অাওয়ামী লীগ কার্যাল‌য়ে এসভা অনু‌ষ্ঠিত হ‌বে। 
দ‌লের কে‌ন্দ্রিয় নি‌র্দেশনা অনুযায়ি মেয়র প‌দে অাগ্রহী দলীয় সম্ভাব্য প্রার্থীদের তা‌লিকা পাঠা‌তে এই  সভা অাহবান করা হয়। সভায় পৌরসভা অাওয়ামী লী‌গের কার্যকরী ক‌মি‌টির সকল, ওয়াার্ড অাওয়ামী লী‌গের সভাপ‌তি সম্পাদক, ‌পৌরসভা এলাকার উপ‌জেলা অাওয়ামী লী‌গের নেতৃবৃন্দ ও মেয়র প‌দে দলীয় ম‌নোনয়ন প্রত্যাশীদের উপ‌স্থিত থাকার জন্য পৌরসভা অাওয়ামী লী‌গের সাধারন সম্পাদক কাউ‌ন্সিলর মো. সে‌লিম অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন। #
Share.

Leave A Reply