স্টাফ রিপোর্টার ।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী এলাকায় ঝর্ণাপাড়া জোড় ডেবা থেকে অজ্ঞাত (৪৫) পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
তিনি বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে দুপুরে ডবলমুরিং থানার পাহাড়তলী ঝর্ণাপাড়া জোরডেবা থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। সেই সঙ্গে মৃত্যুর কারণ ও লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।