রাঙ্গুনিয়ায় ধামাইরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বিকালে সমিতির কার্যালয়ে এ তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ হারুন, ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. ফজলুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি ওমর গনি চৌধুরী কাঞ্চন প্রমুখ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ, ১৪ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ১৫ ডিসেম্বর যাছাই-বাছাই, মনোনয়নপত্র সম্পর্কে আপিল দাখিল ১৭ থেকে ২০ ডিসেম্বর, আপিল শুনানি ও নিষ্পত্তি ২১ থেকে ২৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ২৪ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share.

Leave A Reply