রাঙ্গুনিয়ায় দ্বীপপাড়া শেখ রাসেল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি ঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিন ঘাটচেক ৪ নম্বর ওয়ার্ডের বহুল প্রতিক্ষিত দ্বীপপাড়া শেখ রাসেল সড়ক নির্মাণ কাজ অবশেষে শুরু করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাফর ছালেক সিকদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেন,৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৈয়বুল হক, পৌর যুবলীগ নেতা মো. এনাম, মো. জাহেদ হোসেন, পৌরসভার প্রকৌশলী রাকিব উদ্দীন, মো. জাকির প্রমুখ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে বেহাল এই সড়কটি সংস্কারের দাবী জানিয়ে আসছিলেন স্থানীয়রা। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ইতিপূর্বে এই সড়কের ২২০ফুট আরসিসি দ্বারা ঢালাই করা হয়েছে। এছাড়া সড়ক রক্ষায় ২০০ ফুট গাইডওয়াল নির্মাণ করা হয়েছিল। সর্বশেষ ১৪০ ফুট দৈর্ঘ্যরে অবশিষ্ট অংশ নির্মাণ হওয়ায় উপকৃত হচ্ছেন দ্বীপপাড়া এলাকার সহস্রাধিক মানুষ। অবশেষে সড়কটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

Share.

Leave A Reply