সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ : স্বপ্নের পদ্মা সেতুর সব শেষ স্প্যানের আগেরটি বসানো হলো। ফলে ছয় কিলোমিটার সেতু এখন দৃশ্যমান। ১৫০ মিটারের আর একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ রূপ পাবে সেতুটি। শুক্রবার বেলা ১১টার কিছু আগে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের উপর ৪০তম স্প্যান বসানো হয়। সকাল ১০টার দিকে শুরু হয় এই কর্মযজ্ঞ। পিলারের উপর সেটি বসাতে এক ঘণ্টার মতো সময় লেগে যায়।
আর একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ রূপ পাবে স্বপ্নের পদ্মা সেতু
0যেভাবে বসানো হলো স্প্যান :
২০১৫ সালের ১২ ডিসেম্বরে সেতুর মূল নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ২০১৮ সালের মধ্যে সেতুর নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক হয়।
Share.