বান্দরবান প্রতিনিধি : সরকারি দায়িত্ব পালনের সময় হ্রদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে বান্দরবানে মারা গেলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে বান্দরবানের থানছি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রতিনিধি দলের সাথে পরিদর্শনের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে ও বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন।
এদিকে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদ তারিকুল হাসান বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে বিকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রতিনিধি দল দুদিন থেকে বান্দরবান সফর করছে। এই দলটিতে তিনি সদস্য ছিলেন। পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা সাঈদ তারিকুল হাসানের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি কর্মজীবনে পার্বত্য বান্দরবান ও রাঙ্গামাটিতে কাজ করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে সাঈদ তারিকুল বিপিএম পদকে ভূষিত হন। চার বার পেয়েছেন আইজিপি ব্যাজ। তিনি পুলিশ সদরদপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং, ইউএন অ্যাফেয়ার্স, কমিউনিটি পুলিশিং এবং সর্বশেষ অপারেশন্স উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।