নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে মিনি ট্রাক (নম্বর মেট্রো-ট ১১-৭৫৯২)। তবে এই সময় ট্রাকে কোনো মালামাল ছিলনা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও কর্ণফুলী জুটমিল ফটক এলাকায় ভোর সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দিয়েছেন ট্রাকের মালিক আজগর আলী।
আজগর আলী বলেন, রাস্তার পাশে রাখা তাঁর ট্রাকে আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে যান তিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নেভায়। অগ্নিকান্ডের কারন অজ্ঞাত জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি ট্রাকটি কিনেছেন। আগুনে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে তিনি দাবি করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের লিডার বটন বড়–য়া বলেন, “ ট্রাকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডের কারন এখনো জানা যায়নি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার এসআই স্বপন কুমার ভৌমিক বলেন, “ আগুন লাগার ঘটনাটি থানায় লিখিত জানিয়েছে। ঘটনার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ”
রাঙ্গুনিয়ায় আগুনে ভস্মিভূত হলো ঋণের টাকায় কেনা ট্রাক
0
Share.