এক রাতে ৫টি গরু চুরি

0

প্রতিনিধি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম
রাঙ্গুনিয়ায় খামারীর এক রাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক মো. সলিমুল্লাহ (৩৮)।
ক্ষতিগ্রস্ত খামারি মো. সলিমুল্লাহ বলেন, “ বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে গাভী, ষাঁড়, বাচুরসহ ৫টি গরু রাখেন । পরের দিন (শুক্রবার) ভোরে উঠে দেখেন গোয়লাঘরের তালা ভাঙ্গা এবং দরজা খোলা। ভেতরে রাখা উন্নত জাতের দুটি বাচুর, গাভি দুটি এবং ষাঁড় নেই। সংঘবদ্ধ চোরের দল তার গরুগুলো চুরি করে নিয়ে যায় বলে তিনি ধারণা করেন। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব মিল্কী বলেন, “চুরি হওয়া গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। ”

Share.

Leave A Reply