রাঙ্গুনিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইছাখালী ফুটবলএকাদশ জয়ী

0

নিজস্ব প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার ইছাখালী ওয়ারিয়র ক্লাব’র আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইছাখালী ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। খেলার নিদিষ্ট সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারে ৫-৪ গোলে বিজয়ী দল পোমরা উচ্চ বিদ্যালয় ২০০৬ ব্যাচ ফুটবল দলকে পরাজিত করে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ইছাখালি জাকির স্টেডিয়ামে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। সভাপতিত্ব করেন পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম। উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ। প্রধান আলোচক ছিলেন পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, তারেকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল রাসু, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র প্রধান উপদেষ্ঠা মো. মাহাবুবুল আলম সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, ক্রীড়ানুরাগী মহিউদ্দিন তালুকদার, নুর কবির রাজু, তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

 

Share.

Leave A Reply