নিজস্ব প্রতিবেদক ঃ
দীর্ঘ ৮ বছর পর শনিবার (৫ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন। তবে ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে নতুন কমিটি গঠিত হবে এমন আশা দলের নেতাদের।
এদিকে, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য চলছে। এত বছর পরে সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি এই উচ্ছ্বাস বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে পোমরার বিভিন্ন রাস্তাঘাট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে কর্মী সমর্থকদের প্রচারণা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। পাশাপাশি ধরণা দিচ্ছেন দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে। কে হচ্ছেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক? এ প্রশ্নকে ঘিরেই সবার আগ্রহ ৫ ডিসেম্বরের দিকে।
জানা যায়, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালে। সেইবার সভাপতি পদে সৈয়দুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক পদে জাহেদুল ইসলাম নির্বাচিত হন। এবারও তারা সভাপতি-সম্পাদক পদে আবারও প্রার্থী হয়েছেন। তারা ছাড়াও সভাপতি পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আহাম্মদ আলী নঈমী, ওসমান গণি চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী, মো. মহসিন চৌধুরী, আবুল সৈয়দ মেম্বার, আব্দুল মান্নান এবং কবির আহাম্মদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আবু তাহের মেম্বার, মুসলিম উদ্দিন, টিবলু নাথ, সালাউদ্দিন নাজু, এম এ খালেক শাবু, জসিম উদ্দিন মেম্বার, আব্দুল মোনাফ, আবুল ফয়েজ মেম্বার, মো. এমরান, মো. হোসেন।
অন্যদিকে সম্মেলকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে বিশাল সামিয়ানা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহির আহমদ চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দীর্ঘ ৮ বছর পর রাঙ্গুনিয়ার পোমরা আ. লীগের সম্মেলন
0
Share.