রাঙ্গুনিয়ায় মেয়র পদে আ. লীগের ৭ জনের প্রার্থীতা ঘোষণা

0
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হতে দলের বর্ধিত সভায় ৭জন প্রার্থীতা ঘোষণা করেছেন। তাদের তালিকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কাছে পাঠাবেন উপজেলা আওয়ামী লীগ। উত্তর জেলা আওয়ামী লীগ যাচাই বাছাই করে তালিকা চুড়ান্ত করে কেন্দ্রে পাঠাবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মেয়র পদে সম্ভাব্য দলীয় প্রার্থী নির্ধারণে অনুষ্ঠিত রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা নিজেদেরকে প্রার্থীতা ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বর্তমান পৌর মেয়র মো. শাহজাহান সিকদারসহ ৭ জন আওয়ামী লীগ নেতা প্রার্থী হিসেবে নিজেদের নাম জমা দিয়েছেন। অন্যান্যরা হলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, উপজেলা যুবলীগ সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সদস্য মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সী।
পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তাুলুকদার, আওয়ামী লীগ নেতা নজরুল কাদের চেয়ারম্যান, মফজল আহমদ কন্ট্রাক্টর, আনোয়ার আহমেদ মেম্বার, জসিম উদ্দিন শাহ, আব্দুর রহিম, হালিম আবদুল্লাহ প্রমুখ। #
Share.

Leave A Reply