স্বর্ণের দোকান থেকে স্বর্ণ কিনে প্রতারণার দায়ে যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ।

চট্টগ্রামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ কিনে প্রতারণার দায়ে জসিম উদ্দীন নামে এক যুবককে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।  

আজ সোমবার (৭ ডিসেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার যুবক জসিম উদ্দীন চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আহমদ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীর বলেন, দোকান থেকে পুলিশ পরিচয়ে স্বর্ণ কিনে টাকা না দিয়ে প্রতারণার দায়ে জসিম উদ্দীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র, দুইটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, জসিম উদ্দীন পাহাড়তলী থানাধীন সরাইপাড়া হাজী ক্যাম্প আব্দুল গণি রোডে কালুশাহ জুয়েলার্স থেকে ৫০ হাজার ৬২৭ হাজার টাকার স্বর্ণ কেনেন। দোকানদারকে নগদ ২০ হাজার ৫০০ টাকা দেন। ৩০ হাজার টাকার চেক দেন।

এসময় জসিম নিজেকে পাহাড়তলী থানার এসআই পরিচয় দেন। ওসি হাসান ইমাম বলেন, দোকানদারের সন্দেহ হলে তিনি থানায় আসেন। জসিমের প্রতারণার বিষয়ে বুঝতে পেরে এ ঘটনায় মামলা নিই। পরে কলকা সিএনজি এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করি।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক বলেন, জসিমকে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জসিম হুবুহু পুলিশের আইডি কার্ডের মতো আইডি কার্ড কার সহায়তায় তৈরি করেছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share.

Leave A Reply