বায়েজিদ বোস্তামীতে শিশু ধর্ষণে ৪০ বছরের যুবকের যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার ।

নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে মুখ বেঁধে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ আদেশ দেন।

আদালতের পিপি এম এ নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতসূত্র জানায়, ২০১৬ সালের ১৯ জুন বায়েজিদের বাংলাবাজার ডেবারপাড় এলাকায় ৯ বছরের ওই শিশুকে সিগারেট কিনতে পাঠায় প্রতিবেশী আলমগীর হোসেন। সিগারেট কিনে ফেরার পর আসামি আলমগীর হোসেন শিশুটিকে রুমে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনার কয়েকদিন পর শিশুর মা বায়েজিদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই আলমগীর হোসেনকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা।

পুলিশের দেয়া এ চার্জশিট আমলে নিয়ে পরের বছর ২০১৭ সালের ২৫ জুলাই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পুরো বিচারপ্রক্রিয়ায় ৯ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Share.

Leave A Reply