রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিটি ওয়ার্ডে সভাপতি-সম্পাদক পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক মো. নূর হোসেন, ২ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক মো. হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক বাবলা ঘোষ, ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শফিউল আলম এবং সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ, ৭ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. ইছহাক তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. আলী শাহ, ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. সেকান্দর হোসেন এবং সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. খলিল এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী দানু মিয়া, সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার অলি আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নাম প্রকাশ করা হয়।
উল্লেখ্য গত ৮, ১০ এবং ১৩ নভেম্বর হোছনাবাদ ইউনিয়নে তিন ধাপে প্রতিটি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়ার হোছনাবাদে ৯ ওয়ার্ডে আ.লীগের কমিটি ঘোষণা
0
Share.