ট্রেনে পাওয়া লাখ টাকা, স্বর্ণের আংটি-ব্রেসলেট ফেরত দিল আরএনবি

0
স্টাফ করেসপন্ডেন্ট |
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে যাত্রী ফজলুর রহমানকে এসব ফেরত দেন আরএনবির প্রধান পরিদর্শক সাইদুর রহমানএরআগে শুক্রবার (১১ ডিসেম্বর) জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর আসলে যাত্রী ফজলুর রহমান একটি ব্যাগ রেখে নেমে যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। ওই ব্যাগে নগদ এক লাখ টাকা, স্বর্ণের আংটি ও ব্রেসলেট ছিলো।

বিষয়টি তিনি আরএনবির দায়িত্বরত কর্মকর্তা আশরাফ লস্করকে জানালে আশরাফ তার টিম নিয়ে ওই ট্রেনে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করে। পরে আরএনবির প্রধান পরিদর্শক সাইদুর রহমান ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে শনিবার সকালে ব্যাগটি বুঝিয়ে দেন।

সাইদুর রহমান  বলেন, যাত্রীর বর্ণনা অনুযায়ী ওই ব্যাগে এক লাখ টাকা, স্বর্ণের আংটি ও ব্রেসলেট ছিলো। আমরা তাকে অক্ষত অবস্থায় ওই ব্যাগ বুঝিয়ে দিয়েছি

Share.

Leave A Reply