রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পাড়া দূর্গম পাহাড়ী এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বসবাস। এই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন শিক্ষক অনন্ত চৌধুরী। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার ইতি টানলেন তিনি। জঙ্গল সরফভাটা বড়খোলা পাড়া মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অনন্ত চৌধুরীর অবসর জনিত অানুষ্ঠানিক বিদায় জানানো হয় গতকাল রোববার(১৩ ডিসেম্বর) দুপুরে। অনুষ্ঠানে অতিথি বক্তারা তাঁদের বক্তব্যে অনুন্নত দৃুর্গম এই এলাকার উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন। এলাকাটি এক সময় অবহেলিত ছিল। অবেহলিত গ্রামকে উন্নত গ্রামে পরিণত করতে সরকারি বিভিন্ন প্রকল্প আনতে তিনি ব্যাপক ভূমিকা রাখেন উল্লেখ করেন বক্তারা। বিদ্যালয় পরিচালনা পরিষদ ও বড়খোলা পাড়া গ্রামবাসীর ব্যানারে বিদ্যালয় প্রাঙ্গনে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রসেনজিৎ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, অংলাচিং মারমা, সাংবাদিক মাসুদ নাসির, শিক্ষানুরাগী মনিলাল তালুকদার, শিক্ষক থোয়াইনুং মং মারমা প্রমুখ।
দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার ইতি টানলেন অনন্ত চৌধুরী
0
Share.