সীতাকুণ্ড প্রতিনিধি।
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।আজ রোববার (১৩ ডিসেম্বর) বেলা পৌণে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত আরাফাত নোয়াখালীর চরজব্বর এলাকার নুরুন্নবীর ছেলে বলে জানা গেছে। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আলমগীর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতের কারনে ঘটনাস্থলেই মৃত্যু হয়।