কক্সবাজার প্রতিনিধি।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার ১৫০টি ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তারা হলো- ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে জিয়াউল হক (২৮), বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (২০) এবং বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মূল্লার ছেলে ছৈয়দ কাসেম (২১)। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এ খবর জানিয়েছেন।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। উপজেলা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। নিয়মিত মাদক ব্যবসায়ীরা আটক হচ্ছে।