উপজেলা প্রতিনিধি। চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবাসহ এক ডাম্পার ট্রাক চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- চালক মো. রুবেল (২৬) ও হেল্পার আফতাব উদ্দীন (৩৪)।
উপজেলার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ডাম্পার ট্রাকের হাইড্রোলিক বক্সে তল্লাশি চালিয়ে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সোমবার রাতে অভিযান উপজেলার রাস্তার মাথা এলাকায় সিগন্যাল দিয়ে থামিয়ে ওই ডাম্পার ট্রাকচালকসহ দুইজনকে আটক করা হয়। এ সময় হাইড্রোলিক বক্সে লুকানো অবস্থায় আনুমানিক সাড়ে ৪০ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত চালক ও হেল্পার প্রায় সময় গাড়িতে মালামাল বহনের অজুহাতে ইয়াবা ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।