নিজস্ব প্রতিবেদক
পরিবেশের ক্ষতি করায় চট্টগ্রামে এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটার দায়ে সাতকানিয়ার মো.হারুনকে এক লাখ টাকা এবং ছাড়পত্রের শর্তভঙ্গের দায়ে মীরসরাইয়ের জায়ান দন্ত সেবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো.হারুনকে এক লাখ টাকা এবং ছাড়পত্রের শর্তভঙ্গের দায়ে মীরসরাই উপজেলার জায়ান দন্ত সেবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।