রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লিচুবাগান থেকে তাকে ধরা হয়। তার নাম জাহাঙ্গীর আলম ওরফে রণি (৪০)। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড রহিম সিকদার বাড়ির বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলায় ৬ মাসের সাজা রয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব বলেন, গ্রেপ্তার রণিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৭ বছর কারাবরণ করেছিল রণি। এছাড়া রাঙ্গুনিয়া থানায় মারামারিসহ তাঁর বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
রাঙ্গুনিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
0
Share.