রাঙ্গুনিয়া প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামদার্দ ল্যাবরেটরী (ওয়াকপ) বাংলাদেশের উদ্যোগে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং শরবত রূহ আফজা আপ্যায়ন কর্মসূচী উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার প্রতিষ্ঠানটির শাখা কার্যালয়ে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হামদার্দ’র শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। মেডিকেল প্রতিনিধি আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, চিকিৎসক বাদল দাশ গুপ্ত, হামদার্দ এর হাকিম নাজমুল হাসান, আনোয়ার হোসেন, অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ পাড়া জামে মসজিদের খতিব মনির আহাম্মদ।