রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস পালিত

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। বুধবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেহানুল ইসলাম, উপজেলা পরিষদ’র নারী ভাইস চেয়ারম্যান এড্ভোকেট আয়েশা আকতার। অনুৃষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

 

Share.

Leave A Reply