আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

0

 

linkedin sharing button

চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের একাংশের নেতারা। তারা আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আঞ্জুমানে মুহিব্বিনে শাহ আহমদ শফি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এমন দাবি জানান তারা।

বক্তারা বলেন, আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাই।

আল্লামা আহমদ শফিকে ঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাকে ৬ ঘন্টা খাবার না দিয়ে জোরপূর্বক তার অক্সিজেন খুলে নিয়ে ফেলা হয়েছিল।

তাকে ওষুধ সেবন করতে দেওয়া হয়নি। বিভিন্ন হুমকি দিয়ে তাকে বাকরুদ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ। প্রধান বক্তা ছিলেন আল্লামা শাহ আহমদ শফির সন্তান মাওলানা আনাছ মাদানী।

বক্তব্য দেন হেফাজত ইসলামের নেতা মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা ইয়াছিন হাবিব, মাওলানা নুরুল আলম নছিরী, মাওলানা নুরুল ইসলাম জদীদ, মাওলানা শামসুদ্দিন আফতাব, মাওলানা আমির উদ্দিন, মাওলানা শামসুল হক, মাওলানা সরওয়ার আলম, মাওলানা আলমগীর, মাওলানা ওসমান কাছেমী, মাওলানা আমিন শরীফ, মাওলানা নুরুল হক সুজিস, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ছালাহ উদ্দীন, মাওলানা নুরুল আজিম।

আল্লামা মুফতি ফয়জুল্লাহ হেফাজতের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী ও নির্লোভদেরকে নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

Share.

Leave A Reply