খুলশীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী গ্রেপ্তার

0

নগরীর খুলশী থানার আমবাগান রেলগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে আমেনা বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে কুমিল্লার চান্দিনা থেকে তার স্বামী মো. সোহেলকে (৩০)  গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত আমেনার ভাই নুরুদ্দিন জানান, মো. সোহেল গত ১২ বছর আগে আমার বোন আমেনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে সে আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করত। আমেনাকে অত্যাচার না করার জন্য আমরা সোহেলকে ৩ লাখ টাকা দেয়। টাকা পাওয়ার পরও সে আমার বোনকে অত্যাচার চালিয়ে যায়।  এছাড়া সে বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এসব ব্যাপারে আমেনা বাধা দেয়ায় সে নানা সময় আমার বোনকে মারধর করত। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে সে আমার বোন তার স্বামীকে এসব ব্যাপারে কথা বলতে গেলে সোহেল ক্ষিপ্ত হয়ে ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান  বলেন, ‘‘স্বামী-স্ত্রীর দুজনের মধ্যেই আগে থেকে পারিবারিক কলহ ছিল। পারিবারিক কলহের জেরে তোর স্বামী সোহেল আমেনাকে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ ময়নাতদেন্তরে জন্য চমেক হাসপাতালের মর্গে গ্রেরণ করা হয়েছে। ’

Share.

Leave A Reply