সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন,যারা বিজয়ের পঞ্চাশ বছরেও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদের রাজনৈতিক ও সামাজিক সকল কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার শত্রু উগ্রপন্থী হেফাজত -জামাতের সাথে কোনো আপস হতে পারেনা।তাদের সাথে কোনো আলোচনা করা মানে এই অপশক্তিকে প্রশ্রয় দেয়া।যার পরিনাম কখনো শুভ হতে পারেনা বরং বুমেরাং হবে।
মুক্তিযুদ্ধ বিরোধী চিহ্নিত শত্রুদের সাথে কোনো আপস হতে পারেনা : সেক্টর কমান্ডারস ফোরাম
0
Share.