রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে ওয়ার্ড যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সন্ত্রাসীরা তাকে নিজ বাড়ী চিৎমরমের মৈইদং পাড়া হতে অপহরণ করে বলে জানা যায়। পাইওখ্যই মারমা (৩৫) চিৎমরম ইউনিয়নের মৈইদং পাড়া চম্বুক মারমার সন্তান। তিনি ইউনিয়নটির ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে অপহরণ
0
Share.