পাঁচলাইশে নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় নালা থেকে ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম মিয়া বলেন, শুলকবহর এলাকায় নালা থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।

Share.

Leave A Reply